‘কল্প নগর’
ঢাকা মঞ্চের ২০তম প্রযোজনা ‘কল্প নগর’ মঞ্চস্থ হতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে। একেএম আহসান কবীর রচিত ও নির্দেশিত নাটকটি আগামী ১৫ নভেম্বর সন্ধ্যা ৭টায় দেখা যাবে।
নির্মাতা বলেন, সঙ্গতি ও অসঙ্গতির দোলাচলে আমাদের অন্তর সত্তা ও বর্হিসত্তা সৃষ্টিলগ্ন থেকেই কাজ করছে। আমাদের চারপাশে মানব সৃষ্ট ঘটনা আর মানব মনের চিন্তা-চেতনা বিশ্লেষণ করলেই এর প্রমাণ মেলে।
মনে মনে আমরা যতই ন্যায়-নীতি আর সত্যের জাল বুনি না কেন, স্বার্থের ঊর্ধ্বে থেকে আমাদের বেশির ভাগের পক্ষেই সত্য প্রতিষ্ঠা সম্ভব হয় না। আমাদের অন্তহীন যাত্রায় সুন্দর-অসুন্দর, আলো-আধারপূর্ণ এমনি কিছু খণ্ড ঘটনা নিয়ে ‘কল্প নগর’।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন-উদয়ন বিকাশ বড়ুয়া, জাহিদ হোসেন লিটন, আহসান কবীর, তুতিয়া ইয়াসমিন পাপিয়া, মোঃ জাহাঙ্গীর কবির, মাসুদ হোসেন, জহিরুল ইসলাম সেতু, আমিমুল এহসান তুষার, এনামুল হক, শহিদুল ইসলাম সোহেল ও হিমেল।
বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
জেআইএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।