ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

রণবীর-আলিয়া যুগলে খুশি ঋদ্ধিমা কাপুরও

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২২, নভেম্বর ৫, ২০১৮
রণবীর-আলিয়া যুগলে খুশি ঋদ্ধিমা কাপুরও রণবীর কাপুর ও আলিয়া ভাট

আগামী বছরই আলিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়ার আগাম ইঙ্গিত দিয়েছেন রণবীর কাপুর। এরইমধ্যে সংবাদটি বলিউডে সবার মুখে মুখে। এখন তাদের বিয়েটা সময়ের ব্যাপার মাত্র।

এসব খবরের মাঝেই রণবীর-আলিয়ার সম্পর্ক নিয়ে মুখ খুললেন রণবীরের বোন ঋদ্ধিমা কাপুর সাহানি।

এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসকে ঋদ্ধিমা কাপুর বলেন, এটা হতেই পারে।

আর এ নিয়ে আমি কী বলতে পারি?  ভাইকেই (রণবীর) জিজ্ঞাসা করুন। আমি আমার ভাইয়ের খুশিতেই খুশি। কারণ বোন হিসেবে আমি ভীষণ সুখী।

ঋদ্ধিমা কাপুরের এই কথা থেকেই বোঝা যাচ্ছে, আলিয়ার সঙ্গে তার ভাই রণবীরের সম্পর্কে তার কোনো আপত্তি নেই। এমনকি আলিয়ার কথা জানার পরই তাকে কাপুর পরিবারে সাদরে অভ্যর্থনা জানিয়েছেন ঋদ্ধিমা। আলিয়াকে তিনি নিজের বানানো একটি ব্রেসলেট পাঠিয়েছিলেন। বলে রাখি, ঋদ্ধিমা কাপুর সাহানি পেশায় একজন জুয়েলারি ডিজাইনার।

এর আগে ঋষি কাপুরও প্রকাশ্যে জানিয়েছিলেন, রণবীর আলিয়াকে পছন্দ করলে নীতু ও আমি আপত্তি করার কে?  এমনকি রণবীরকে তাড়াতাড়ি বিয়ের পরামর্শও দিয়েছিলেন ঋষি কাপুর।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
ওএফবি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।