ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

এপ্রিলে অর্জুন-মালাইকার বিয়ে?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০১, নভেম্বর ৬, ২০১৮
এপ্রিলে অর্জুন-মালাইকার বিয়ে? অর্জুন কাপুর ও মালাইকা আরোরা

গুঞ্জন তাহলে সত্যি হতে চলেছে? বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর ও আরবাজ খানের সাবেক স্ত্রী মালাইকা অরোরা!

এতদিন তাদের বিয়ের গুঞ্জন শোনা গেলেও এবার জানা গেলো বিয়ের সময়। ২০১৯ সালের এপ্রিলে শুভ একটি দিনে নাকি এ জুটির চার হাত এক হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র ভারতীয় একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

২০১৬ সালে আরবাজ খানের সঙ্গে মালাইকার বিচ্ছেদ হয়। এরপর অর্জুনের সঙ্গে তাকে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায়। সে থেকেই অর্জুন-মালাইকার প্রেমের বিষয়টি সকলের সামনে আসে।

এদিকে প্রেমিকা জর্জিয়া এন্দ্রিয়ানির সঙ্গে শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আরবাজ। আগামী বছরই নাকি গাঁটছড়া বাঁধবেন তারা। আর এই সংবাদের কিছুদিন পরই বনি কাপুর পুত্রের সঙ্গে মালাইকার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

যদিও প্রেম-বিয়ে প্রসঙ্গে অর্জুন কাপুর ও মালাইকা আরোরা মুখে কুলুপ এটেছেন।

জানা যায়, অর্জুনের সঙ্গে বন্ধুত্বের কারণেই নাকি আরবাজের সঙ্গে মালাইকার সম্পর্কে ফাটল ধরেছিল।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।