ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাবা-ছেলের জন্মদিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
বাবা-ছেলের জন্মদিন আলী যাকের ও ইরেশ যাকের

দীর্ঘ সময় ধরে মঞ্চ ও টিভি পর্দায় অভিনয় করছেন নন্দিত অভিনেতা আলী যাকের। স্বাধীনতার পর বাংলাদেশে নাট্যচর্চা এগিয়ে নিতে তার অনেক ভূমিকা রয়েছে।

এদিকে তার একমাত্র ছেলে ইরেশ যাকের তারকা বাবা-মার সন্তান হলেও নিজ দক্ষতায় অভিনয়ে শক্ত অবস্থান তৈরি করেছেন। তিনি সিনেমা ও টিপি নাটকে সমান তালে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।

মজার ব্যাপার হলও এই বাবা-ছেলের জন্ম নিয়েছেন একই তারিখে অর্থাৎ ৬ নভেম্বর। মঙ্গলবার দুই তারকার জন্মদিন।

১৯৪৪ সালে চট্টগ্রামে আলী যাকেরের জন্ম। যদিও তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। তবে বেড়ে ওঠা ঢাকায়। নটরডেম কলেজ থেকে পাশ করে তিনি  উচ্চ শিক্ষা নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ১৯৭৭ সালে অভিনেত্রী সারা যাকেরের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন এ অভিনেতা। তাদের একমাত্র ছেলে ইরেশ যাকের ও একমাত্র মেয়ে শ্রিয়া সর্বজয়া।

১৯৭২ সালের আলী যাকের ‘আরণ্যক নাট্যদল’র হয়ে ‘কবর’ নাটকটিতে প্রথম অভিনয় করেন। যার প্রথম প্রদর্শনী হয়েছিল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশনে। এরপর নাগরিক নাট্যসম্প্রদায়ে যোগ দেন তিনি। এ দলের হয়ে আতাউর রহমানের নির্দেশনায় ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ নাটকে প্রথম অভিনয় করেন। ১৯৭৩ সালে নাগরিক নাট্যসম্প্রদায়ে তিনি প্রথম নির্দেশনা দেন ‘বাদল সরকারের বাকি ইতিহাস’ নাটকটি। যা ছিল বাংলাদেশে প্রথম দর্শনীর বিনিময়ে নাট্য প্রদর্শনী।

প্রায় পাঁচ দর্শক ধরে ১৫টি নাটক নিয়ে ১৫০০শ’রও বেশী বার মঞ্চে অভিনয় করেছেন তিনি। উল্লেখযোগ্য নাটক-‘কবর’, ‘বুড়ো সালিকের ঘাড়ে রোঁ, ‘বাকী ইহিতাস’, ‘বিদগ্ধ রহনী কুল’, ‘তৈল সংকট’, ‘এই নিষিদ্ধ পল্লীতে’, ‘সৎ মানুষের খোঁজে’, ‘ম্যাকবেথ’, ‘কবর দিয়ে দাও’, ‘গ্যালিলিও’ ইত্যাদি।

এদিকে, ইরেশ যাকের জন্ম ১৯৭৬ সালে। ‘বাতাসের খাঁচাগুলো’ নাটকের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন এই অভিনেতা। এখন পর্যন্ত প্রায় আড়াইশোরও বেশি নাটকে অভিনয় করেছেন তিনি।

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘চোরাবালি’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় তার অভিষেক ঘটে। সিনেমা ও টিভি নাটকে অভিনয়ের পাশাপাশি তিনি উপস্থাপনাও করছেন। শিহাব শাহিনের ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ খল চরিত্র অভিনেতা হিসেবে ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আলী যাকেরপুত্র। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘দেবী’ সিনেমায় তার অসাধারণ অভিনয় সবার নজর কেড়েছে।

চলতি বছর ৪ ফেব্রুয়ারি ভালোবেসে মিম রশিদকে বিয়ে করেন ইরেশ যাকের।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।