প্রতিবাবের মতো এবারও সান ফাউন্ডেশনের আয়োজনে দক্ষিণ এশিয়ার লোকসংগীতের সর্ববৃহৎ এ উৎসবটি হচ্ছে। উৎসবটি ১৭ নভেম্বর পর্যন্ত চলবে।
অনুষ্ঠান উপভোগ করার জন্য ৬টা থেকে মাঠে প্রবেশ করতে পারবেন নিবন্ধিত দর্শকেরা।
নিরাপত্তার কথা চিন্তা করে আয়োজকদের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, দর্শনার্থীরা কোনো ব্যাগ, ফোনের চার্জার, পাওয়ার ব্যাংক এমনকি হেডফোনও সঙ্গে নিতে পারবেন না। নারী দর্শনার্থীরা ছোট হাতব্যাগ রাখতে পারবেন।
উৎসবটি মাছরাঙা টেলিভিশনে সরাসরি দেখা যাবে। এছাড়া অনলাইন প্ল্যাটফর্ম বায়োস্কোপেও সরাসরি উৎসবটি দেখানো হবে।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
ওএফবি/এইচএ/