ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ছবিতে শেষ দিনের ফোক ফেস্ট ২০১৮ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
ছবিতে শেষ দিনের ফোক ফেস্ট ২০১৮  ছবিতে শেষ দিনের ফোক ফেস্ট ২০১৮-ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজ 

লাস মিগাস গানের মঞ্চে দাড়ানোর পর দর্শক ভরে যায় আর্মি স্টেডিয়াম মাঠ। গান ও সলো বাদ্যযন্ত্র বাজিয়ে দর্শক মাতিয়ে রাখেন পুরো ৪৫ মিনিট। মঞ্চ ছেড়ে চলে যেতে না চাইলেও সময়ের অভাবে চলে যেতে হলো লাস মিগাস ব্যান্ড দলকে। 

তার পরেই মঞ্চে উঠলেন অর্ণব, সব দর্শক কণ্ঠ মেলালেন তার সঙ্গে। প্রথমবার বাংলাদেশের মঞ্চে উঠে বাংলায় কথা বলতে শুরু করলেন শাফকাত আমানাত আলী।

দর্শকদের উল্লাস দেখে মঞ্চ ছেড়ে নেমে এলেন দর্শকদের মাঝে। চলুন ছবিতে ছবিতে দেখে নেই শেষ দিনের ঢাকা ফোক ফেস্ট ২০১৮। ছবি: রাজীন চৌধুরী

স্প্যানিশ ব্র্যান্ড দল লাস মিগাসের ভোকাল বেগো সালাজার-ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজ 

সঙ্গীতশিল্পী অর্ণব -ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজ 

লাস মিগাস ব্র্যান্ডের গিটারিস্ট অ্যালিসিয়া গ্রিলো-ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজ 

মঞ্চে বাংলাদেশি দর্শকসহ শাফকাত আমানাত আলী-ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজ 

শাফকাত আমানাত আলী-ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজ 

স্প্যানিশ ব্র্যান্ড দল লাস মিগাসের ভোকাল বেগো সালাজার-ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজ 

সঙ্গীতশিল্পী অর্ণব ও বাঁশিতে জালাল (বামে)-ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজ 

বাংলাদেশি দর্শকের গান শুনে অবাক হয়ে হাসছেন শাফকাত আমানাত আলী-ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজ 

স্প্যানিশ ব্র্যান্ড দল লাস মিগাসের ভোকাল বেগো সালাজারের সঙ্গে ভায়োলিনে আছেন রোজার লসকস-ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজ 

 

বাংলাদেশ সময়: ০৪১২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।