ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

আসছে শফিক তুহিনের আয়োজনে সামিনা চৌধুরীর চমক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৫, নভেম্বর ২২, ২০১৮
আসছে শফিক তুহিনের আয়োজনে সামিনা চৌধুরীর চমক সামিনা চৌধুরী ও শফিক তুহিন

‘ভালোবাসা কি তুমি বোঝো না/মন দিয়ে তাই মন খোঁজো না/হৃদয়ের চোখ দিয়ে খুঁজলে না আমাকে/করে গেলে শুধু অভিনয়/তোমার-আমার এই ভালোবাসা সত্যি নয়’- কথা ও সুরে শ্রোতাদের জন্য নতুন চমক আনছেন গুণী কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী।

গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন গীতিকবি, ‍সুরকার ও সঙ্গীতশিল্পী শফিক তুহিন। ‘সত্যি নয়’ শিরোনামে গানটির কথা লিখেছেন অর্পি আহমেদ।

 

গানটি প্রসঙ্গে শফিক তুহিন বাংলানিউজকে বলেন, ‘সামিনা আপা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। উনার গান মানেই শ্রোতামহলে গ্রহণযোগ্য হয়ে ওঠা। ‘সত্যি নয়’ গানটিও চমৎকার হয়েছে। আশা করছি, গানটি দর্শক-শ্রোতামহলেও মুগ্ধতা ছড়াবে। ’

গানটি অচিরেই দেশের শীর্ষস্থানীয় অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডেক থেকে ভিডিও আকারে প্রকাশ পাবে।  

তবে কবে নাগাদ প্রকাশ পাবে তা এখনও নিশ্চিত হয়নি বলে জানিয়েছেন শফিক তুহিন।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ২২ নভেম্বর, ২০১৮
ওএফবি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।