ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

সিলেটের নয়নাভিরাম হাওরে রোমান্সে মেতেছেন রাহা-আজাদ!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৪, নভেম্বর ২৪, ২০১৮
সিলেটের নয়নাভিরাম হাওরে রোমান্সে মেতেছেন রাহা-আজাদ! রাহা তানহা খান ও একে আজাদ আদর

পাহাড় ঘেঁষা শাপলা ভরা হাওরের মাঝে নৌকা বেয়ে রোমান্সে মেতেছেন অভিনেত্রী রাহা তানহা খান ও অভিনেতা একে আজাদ আদর! মূলত সিলেটের জাফলংয়ের ডিবির হাওরের এমন নয়নাভিরাম প্রকৃতিতে ‘যেখানে তোর ছায়া’ গানের ভিডিওর শুটিংয়ে অংশ নিয়েছেন তারা।

গত তিনদিন ধরে গানটির শুটিং হচ্ছে চা’য়ের শহরটিতে। এই গানে কণ্ঠে দিয়েছেন আতিক শামস এবং কনা।

গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন আবিদ রনী।

মিউজিক ভিডিওটি পরিচালনা করছেন ওসমান মিরাজ ও কোরিওগ্রাফি করছেন রোহান। শুটিংয়ের দৃশ্যে রাহা তানহা খান ও একে আজাদ আদরগানটি নিয়ে মিরাজ বাংলানিউজকে বলেন, আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর লোকেশন আছে যা পর্দায় খুব কম দেখা যায়। তেমনই কিছু চমৎকার লোকেশনে আমরা গানটির শুটিং করছি। আমার বিশ্বাস মিউজিক ভিডিওটি দেখে দর্শকদের চোখ জুড়ে যাবে।  

নির্মাতা জানান, এসএস মিউজিক ক্লাবের ইউটিউব চ্যানেলে ‘যেখানে তোর ছায়া’র মিউজিক ভিডিওটি খুব শিগগিরই প্রকাশ পাবে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।