ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শহুরে সমসাময়িক গল্পে টয়া-তৌসিফ-সাফা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
শহুরে সমসাময়িক গল্পে টয়া-তৌসিফ-সাফা ‘উহ্ লা লা’ নাটকের দৃশ্যে টয়া, তৌসিফ ও সাফা

শহর জীবনের সমসাময়িক ঘটনা নিয়ে নির্মিত ‘উহ্ লা লা’ শিরোনামের নাটকে দেখা যাবে ছোট পর্দার তিন মুখ তৌসিফ, সাফা কবির এবং মুমতাহিনা টয়াকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত।

এতে টয়া এবং সাফা কবিরকে ব্যতিক্রমধর্মী দু’টি চরিত্রে দেখতে পাবেন দর্শক। তবে এখনই তা খোলাসা করতে নারাজ নির্মাতা।

জীবন ও জীবিকার তাগিদে এই শহরে অসংখ্য মানুষের আনাগোনা। অসংখ্য মানুষের ভিড়ে কাছাকাছি কিংবা পাশাপাশি থেকেও একজন অন্যজনকে সহজে বোঝাতে পারে না। অর্থাৎ এই শহরে কার চরিত্র কেমন, সেটা বোঝা বড়ই কঠিন। এখানে কেউ ঠকে, কেউ ঠকায়। ঠকবাজরা বিভিন্ন কৌশলে নিজেদের স্বার্থ আদায়ে ব্যস্ত থাকে। কিন্তু এমন করেই কি জীবন কেটে যাবে? শেষ পরিণতি কি?-এমন গল্পে নির্মিত হয়েছে ‘উহ্ লা লা’।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ২৭ নভেম্বর, ২০১৮
ওএফবি/আরআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।