সোমবার (২৬ নভেম্বর) প্রকাশ পাওয়া পোস্টারে শাড়ি, ঘোমটা ও সিঁদুরের সাজে দেখা গেছে জয়াকে (পদ্মা)। পোস্টারে পদ্মার দিকে তাকিয়ে রয়েছেন গণেশ ওরফে কৌশিক স্বয়ং।
আরেকটি পোস্টারে পূজার ফুল হাতে দেখা গেছে জয়াকে। চোখ রয়েছে নাসির ওরফে আবির চট্টোপাধ্যায়ের দিকে।
ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধন আর দুই ধর্মের মানুষের প্রেম সিনেমায় তুলে ধরা হয়েছে।
গণেশ মণ্ডলকে মনে আছে? মনে আছে নাসিরের জন্য পদ্মার মন কেমন ছিল? মনে আছে ভরা সংসারের নেপথ্য গণেশের কাহিনী?
কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘বিসর্জন’-এর কথাই বলা হচ্ছে। প্রশংসা, সম্মান তো বটেই। বক্স অফিসের নিরিখেও কুর্নিশ আদায় করে নিয়েছিল এই ছবি। সিনেমা হল থেকে বেরিয়ে দর্শক ভেবেছিলেন- এর পর? কী হল পদ্মা, নাসিরের?
এমন ভাবনা থেকেই কৌশিক বেঁধেছেন তার পরের গল্প- ‘বিসর্জন’র সিক্যুয়েল ‘বিজয়া’।
নাসির কি ফের ফিরে আসবে পদ্মার জীবনে? জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
নতুন বছরের (২০১৯) শুরুতে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ২৭ নভেম্বর ২০১৮
ওএফবি/এপি