ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

তিশার সঙ্গে জুটি বাঁধলেন সুমন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৭, নভেম্বর ২৮, ২০১৮
তিশার সঙ্গে জুটি বাঁধলেন সুমন ওয়েব সিরিজ ‘কুয়াশা’র শুটিংয়ে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও এ বি এম সুমন।

চিত্রনায়ক এ বি এম সুমন এবার জুটি বেঁধে অভিনয় করছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ওয়েব সিরিজ ‘কুয়াশা’য় দেখা যাবে তাদের কেমিস্ট্রি। 

অপরাধ জগতের গল্প নিয়ে তৈরি হচ্ছে ওয়েব সিরিজটি। সম্প্রতি ঢাকায় এটির শুটিং শুরু হয়েছে।

এ প্রসঙ্গে এবিএম সুমন বাংলানিউজকে বলেন, ওয়েব সিরিজে কাজ করতে আমি খুব পছন্দ করি। ‘কুয়াশা’র গল্পটা দারুণ। তাছাড়া চমৎকার একটি টিম পেয়েছি, তাই এতে কাজ করছি।

ওয়েব সিরিজটি নিয়ে রাজ বলেন, প্রতিটি অপরাধের পেছনে অর্থ, ক্ষমতা কিংবা নারীর যোগসাজশ থাকে। ‘কুয়াশা’র গল্প সেই সূত্র ধরেই ভাবা। এর কাহিনীতে অনেকগুলো বাঁক রয়েছে।  

‘কুয়াশা’য় তিশার চরিত্রের নাম রানি। সুমন আছেন মুরাদের ভূমিকায়। গল্পে দু’জনই জড়িয়ে পড়েন অপরাধ জগতের সঙ্গে। খলনায়ক জামসেদ চরিত্রে থাকছেন শহীদুজ্জামান সেলিম। এর চিত্রনাট্য সাজিয়েছেন মারুফ রেহমান।  

ইনোভেট সল্যুশনসের ব্যানারে ‘কুয়াশা’ নির্মিত হচ্ছে। চলতি বছরেই সিনেস্পট অরিজিনালে মুক্তি পাবে ওয়েব সিরিজটি।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
জেআইএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।