ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

আশির্বাদ চেয়ে বিয়ের কার্ড পোস্ট করলেন কপিল শর্মা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৯, নভেম্বর ২৮, ২০১৮
আশির্বাদ চেয়ে বিয়ের কার্ড পোস্ট করলেন কপিল শর্মা কপিল শর্মা ও গিন্নি ছত্রথ

আগামী ১২ ডিসেম্বর বিয়ে করতে যাচ্ছেন কমেডিয়ান ও অভিনেতা কপিল শর্মা। মঙ্গলবার (২৭ নভেম্বর) ইনস্টাগ্রামে নিজের বিয়ের কার্ড পোস্ট করে ভক্তদের কাছে আশির্বাদ চেয়েছেন এ কমেডিয়ান।

দীর্ঘদিনের বান্ধবী গিন্নি ছত্রথের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তিনি। পাঞ্জাবের জলন্ধরে গিন্নির বাড়িতে বসবে বিয়ের আসর।

 

আগামী ১৪ ডিসেম্বর অমৃতসরে হবে কপিল-গিন্নির রিসেপশনের অনুষ্ঠান। এরপর ২৪ ডিসেম্বর বলিউডের সহকর্মী ও বন্ধুবান্ধবদের জন্যও মুম্বাইয়ে হবে বিশেষ রিসেপশন পার্টি।  

২০১৭ সালে গিন্নি ছত্রথকে নিজের বান্ধবী হিসেবে সোশ্যাল মিডিয়ায় পরিচয় দেন কপিল। তারপর থেকে প্রায়ই তাদের একসঙ্গে দেখা যেত।  

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কপিল বলেছিলেন, গিন্নির সঙ্গে সময় কাটানো আমার কাছে সবসময়ই আনন্দের। আমি জানি এই বিয়ে আমার জীবনে অনেক পরিবর্তন আনবে। ও আমার ভীষণ খেয়াল রাখে। গিন্নি আমার জীবনের বড় ভরসা।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ২৮ নভেম্বর, ২০১৮
ওএফবি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।