ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ডিসেম্বরে মুক্তি পাচ্ছে আলোচিত ১০ সিনেমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৮
ডিসেম্বরে মুক্তি পাচ্ছে আলোচিত ১০ সিনেমা ডিসেম্বরে মুক্তি পাচ্ছে আলোচিত দশ সিনেমা

ডিসেম্বরে সারা বিশ্বের দর্শকদের মাতাবে বছরজুড়ে আলোচনায় থাকা ১০টি সিনেমা। যে তালিকায় রয়েছে ‘মেরি পপিন্স রিটার্নস’, ‘স্পাইডার-ম্যান: ইনটু দ্য স্পাইডার-ভার্স’, ‘ভাইস’ ও ‘ফ্রি সলো’র মতো সিনেমা।

বেন ইস ব্যাক
অস্কারে মনোনয়ন পাওয়া পিটার হেজেস নিজের গল্পে ‘বেন ইস ব্যাক’ সিনেমাটি নির্মাণ করেছেন। এতে অভিনয় করেছেন তার ছেলে লুকাস হেজেস।

সিনেমাটির জন্য চলতি বছর টরন্টো ফিল্ম ফেস্টিভালে এই অভিনেতা দর্শকের প্রশংসা পেয়েছেন।

সিনেমাটিতে শহরে বসবাস করা একজন মায়ের চরিত্রে অভিনয় করেছেন রবার্টস। যার চার সন্তানের মধ্যে ১৯ বছর বয়সী এক ছেলে নেশাগ্রস্ত হওয়ার কারণে পুনর্বাসন কেন্দ্রে যেতে হয়। একবার বড় দিন উপলক্ষে সে পরিবারের কাছে ফেরেন। তবে তার ফিরে আসাতে সবাই খুশি হতে পারেন না। প্রতিবেশীরা তাকে নিয়ে নানা কথা বলতে থাকেন। আগামী ৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে সিনেমাটি মুক্তি পাবে। এছাড়া ২০ ডিসেম্বর ইতালি ও ২৭ ডিসেম্বর পর্তুগালে মুক্তি পাবে।

ফ্রি সলো
এটি হলিউডের নির্মাতা এলিজাবেথ চাই ভাসারহেলি ও জিমি চিনের যৌথ পরিচালিত একটি ডকুমেন্টারি সিনেমা। এতে পর্বতারোহী অ্যালেক্স হোনিল্ডকে ২০১৭ সালে এল ক্যাপিটাল পর্বতে শুধুমাত্র হাত ও পা ব্যবহার করে উঠতে দেখা যাবে।

গত ৩১ আগস্ট টেলুরাইড ফিল্ম ফেস্টিভালে সিনেমাটির প্রিমিয়ার হয়েছিল এবং চলতি বছর টরন্টো ফিল্ম ফেস্টিভালেও এটি প্রদর্শিত হয়। যেখানে ডকুমেন্টারিটি জিতে নিয়েছে পিপলস চয়েস অ্যাওয়ার্ড। আগামী ১৪ ডিসেম্বর যুক্তরাজ্যে এবং আয়ারল্যান্ডে সিনেমাটি মুক্তি পাবে।

রোমা
এটি আলফোনসো কিয়োরন পরিচালিত একটি সিনেমা। সিনেমাটি অনেকটা আত্মজীবনীমূলক। যে ভৃত্য তাকে শৈশবে বেড়ে উঠতে সাহায্য করেছিলো, তার প্রতি শ্রদ্ধা জানাতেই তিনি নির্মাণ করেছেন এটি। ১৯৭০ সালের শুরুর দিকে মেক্সিকো শরের একটি গল্প।

এতে অভিনয় করেছেন ইয়ালিটা পারিতিও, মারিনা দে তাবিরা, কার্লস পেরাল্টাসহ অনেকে। ডেনমার্কে আগামী ৬ ডিসেম্বর ও হংকং-এ আগামী ১৪ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে।

ভাইস
যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির জীবনী নিয়ে ‘ভাইস’ সিনেমাটি নির্মিত হয়েছে। যিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ. বুশের সঙ্গে কাজ করেছিলেন।

কমেডি-ড্রামাটি লিখেছেন ও পরিচালনা করেছেন অ্যাডাম ম্যাককে। এতে অভিনয় করেছেন ক্রিস্টিয়ান বেল, স্টিভ ক্যারেল ও অ্যামি অ্যাডামসের মতো তারকারা। যুক্তরাষ্ট্রে আগামী ২৫ ডিসেম্বর ও গ্রিসে আগামী ২৭ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে।

দ্য ইমেজ বুক
এটি জিন লুক গর্ড্ড পরিচালিত একটি সিনেমা। যার পরিচালিত তিনটি সিনেমা বিবিসির বিশ্ববিখ্যাত ১০০ বিদেশি সিনেমার তালিকায় রয়েছে। এই তিনটি সিনেমাই ১৯৬০ সালে মুক্তি পেয়েছে। জিনের নতুন চ্যালেঞ্জিং সিনেমা ‘দ্য ইমেজ বুক’।

গত মে মাসে কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছিল। মধ্যপ্রাচ্যের বেশকিছু দেশে সিনেমাটির শুটিং করা হয়েছে। এতে কোনও অভিনেতা নেই, তবে চমৎকার একটি গল্প রয়েছে বলে জানান নির্মাতা। যুক্তরাষ্ট্রে ২ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পেয়েছে। আগামী ৬ ডিসেম্বর মুক্তি পাবে পর্তুগালে।

মেরি পপিন্স রিটার্নস
‘মেরি পপিন্স’ সিনেমাটি মুক্তির পর প্রায় অর্ধশত বছর সময় কেটে গেছে। এতদিন পর এই সিনেমাটির সিকুয়েল ‘মেরি পপিন্স রিটার্নস’ নির্মাণ করেছেন রব মার্শাল।

এই সিনেমায় অভিনয় করেছেন এমিলি ব্লান্ট, লিন ম্যানুয়েল মিরান্ডা ও জুলি ওয়াল্টার্সসহ অনেকে। শিশুতোষ ও পারিবারিক গল্পের সিনেমাটি ১৯ ডিসেম্বর মুক্তি পাবে।

কোল্ড ওয়ার
এটি একটি ঐতিহাসিক ঘটনার উপর নির্মিত সিনেমা। ১৯৫০ সালের কোল্ড যুদ্ধের সময়কার গল্পে এটি পরিচালনা করেছেন পাওয়েল আলেকজান্ডার পাওলিকওস্কি। চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে সিনেমাটি পুরস্কার পায়। পাওয়েল পান সেরা পরিচালকের পুরষ্কার।

এতে গায়িকা জুলা চরিত্রে অভিনয় করেছেন জোয়ান্না কুলিগ ও পিয়ানোবাদক ও সুরকার ওইকটরের চরিত্রে অভিনয় করেছেন টমাসজ কট। গল্পে ১৯৫০ সালে তাদের দু’জনের দেখা হয়। নেদারল্যান্ডসে আগামী ৬ ডিসেম্বর, রোমানিয়ায় আগামী ১৪ ডিসেম্বর ও ব্রাজিলে সিনেমাটি মুক্তি পাবে ২০ ডিসেম্বর।

মোরটাল ইঞ্জিন
এই সিনেমাটি নির্মাণ করেছেন ক্রিস্টিয়ান রিভার্স। রহস্য-উন্মোচনমূলক সাইন্স-ফিকশন গল্পটি ফিলিপ রীভির ‘স্টেম্পাঙ্ক ইয়া’ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। এতে অভিনয় করেছেন হেরা হিলমার, হুগো ওয়েভিং, জিহাইসহ অনেকে।

হেস্টার শাও নামের একজন রহস্যময় নারীকে নিয়ে সিনেমাটি গল্প এগিয়ে যাবে। এই চরিত্রটিতেই দেখা যাবে হেরা হিলমারকে। আগামী ৫ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে।

স্পাইডার-ম্যান: ইনটু দ্য স্পাইডার-ভার্স
ডিসনি এখন নিয়মিতই মার্ভেল সুপারহিরোদের পর্দায় নিয়ে আসছে। সে ধারাবাহিকতায় এবার আসছে স্পাইডার-ম্যান সিরিজের নতুন পর্ব স্পাইডার-ম্যান: ইনটু দ্য স্পাইডার-ভার্স। এই পর্বে অনেকগুলো স্পাইডার-ম্যানকে একসঙ্গে পর্দায় পাওয়া যাবে।

এনিমেটেড সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন বব ও পিটার। এর চরিত্রগুলোতে কণ্ঠ দিয়েছেন ক্রিস পিন, নিকোলাস কাগে, হাইলি ও জোসহ অনেকে। আগামী ১৪ ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পাবে।

হোলস অ্যান্ড ওয়াটসন
রহস্যময় কমেডি গল্পের সিনেমা ‘হোলস অ্যান্ড ওয়াটসন’। এটি লিখেছেন ইথান কোহেন। এতে অভিনয় করেছেন উইল ফেরেল, জন সি. রেইলি, রেবেকা হল, রালফ ফিয়েন্নেস, রব প্রমুখ। শার্লক হোমস ও ডক্টর ওয়াটসন চরিত্র দু’টিকে নিয়ে সিনেমাটির গল্প এগিয়ে যাবে।

আগামী ২১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে, ২৬ ডিসেম্বর যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় এবং ২৮ ডিসেম্বর  সিনেমাটি বুলগেরিয়া মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।