ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

যৌন হয়রানির গল্প নিয়ে ‘নাগরিক অপরাজিতা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
যৌন হয়রানির গল্প নিয়ে ‘নাগরিক অপরাজিতা’ ‘নাগরিক অপরাজিতা’ নাটকের একটি দৃশ্যে অপর্ণা-সাজ্জাদ

দীপা নতুন একটি শাখায় যোগদান করে বুঝতে পারেন এই শাখার বস এক কথার মানুষ। তিনি যে সিদ্ধান্ত নেন সেটাই সবাইকে বাধ্য হয়ে মেনে নিতে হয়। অফিসে কার বেতন বাড়বে-কমবে বা কার প্রমোশন হবে সবই তার উপর নির্ভর করে।

কিন্ত স্বাধীন চেতা মেয়ে দীপা এসবের সাথে নিজেকে মানাতে পারেন না। দিপা অফিসের স্বার্থ সংরক্ষণ করতে বাধ্য হন বসের মুখোমুখি হতে।

বস এবং দীপার মধ্যে এক ধরণের শীতল যুদ্ধ চলে। এক সময় দীপা অফিসের বসের কাছে যৌন হয়রানীর শিকার হতে হয়। এমন সমসাময়িক গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘নাগরিক অপরাজিতা’।

নাটকটিতে দীপা চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। বস চরিত্রে ফারুক আহমেদ ও আসাদ চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।

নাটকটি প্রসঙ্গে অপর্ণা ঘোষ বলেন, দীপা পরিস্থিতির কাছে হার না মানা একটি চরিত্র, যে মেয়েটি প্রতিবাদ করে। এই শহরের স্বাধীনচেতা মেয়ে। কখনোই নারী হিসাবে নিজেকে পিছিয়ে রাখে না।

অফিসে যৌন হয়রানীর এই গল্পটি লিখেছেন আনিসুল হক এবং নাটকটি পরিচালনা করেছেন মনজুরুল আলম।

সম্প্রতি কারওয়ান বাজার, উত্তরার বিভিন্ন লোকেশনে শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটি প্রচারিত হবে বিজয় দিবস উপলক্ষে মাছরাঙ্গা টিভিতে শনিবার (১৫ ডিসেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।