ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

একফ্রেমে ওয়ারফেইজ, সোলস ও ঐশী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৪, ডিসেম্বর ২১, ২০১৮
একফ্রেমে ওয়ারফেইজ, সোলস ও ঐশী একফ্রেমে ওয়ারফেইজ, সোলস ও ঐশী

মহান বিজয় দিবস উপলক্ষে ‘বিজয় দিবস কনসার্ট’ মাতাতে এখন অস্ট্রেলিয়া রয়েছে- ব্যান্ডদল ওয়ারফেইজ, সোলস ও ঐশী।

সেখানে তারা একসঙ্গে বেশকিছু ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। বিদেশের মাটিতে একত্রিত হয়ে তোলা ছবিতে বেশ উচ্ছ্বসিত দেখা যাচ্ছে তাদের।

   

শনিবার(২২ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার সিডনি শহরের বেলমোর বোলড্রগ স্টেডিয়ামে ওপেন এয়ার কনসার্টে উপস্থিত দর্শক-শ্রোতাদের মাতাবেন তারা।

এই আয়োজন নিয়ে ঐশী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, অপেক্ষার পালা শেষে। আর মাত্র একদিন। সঙ্গেই থাকুন। শো দেখার আমন্ত্রণ রইলো।

এই আয়োজনটির পৃষ্ঠপোষকতা করছে গ্রিনফিল্ড এন্টাটেন্টমেন্ট। অনুষ্ঠান দুপুর ২টা থেকে শুরু হয়ে চলবে রাত ১১টা পর্যন্ত। বিজয় দিবস কনসার্টটি উপস্থাপনা করবেন জামিল হোসাইন।

এদিকে এরইমধ্যে অস্ট্রেলিয়ার দর্শক-শ্রোতাদের দারুণ ২টি পরিবেশনা উপহার দিয়েছেন ব্যান্ডদল ওয়ারফেইজ। এরমধ্যে ৮ ডিসেম্বর মেলবোর্নে, ১৫ ডিসেম্বর ব্রিসবেনের কনসার্টে অংশ নিয়েছেন ব্যান্ডটি। শনিবার (২২ ডিসেম্বর) বিজয় দিবস কনসার্ট শেষে ২৬ ডিসেম্বর দেশে ফিরবেন তারা।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
ওএফবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।