ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

‘রাজকন্যা’ সিনেমায় গাইলেন কোনাল-রাফাত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৯, ডিসেম্বর ২২, ২০১৮
‘রাজকন্যা’ সিনেমায় গাইলেন কোনাল-রাফাত সোমনূর মনির কোনাল ও শাহরিয়ার রাফাত

একসঙ্গে সিনেমার গানে কণ্ঠ দিলেন সোমনূর মনির কোনাল-শাহরিয়ার রাফাত। তাদের কণ্ঠে ‘ভালোবাসার জ্বালাতন’ শিরোনামের গানটি ব্যবহৃত হচ্ছে ‘রাজকন্যা’ সিনেমায়। এটি পরিচালনা করছেন রাজু চৌধুরী।

‘অন্তর হইয়া শিরায় শিরায়/যাও গো তুমি বইয়া/ভালোবাসার এই জ্বালাতন/যাই গো আমি সইয়া’— এমন কথার গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর সঙ্গীতায়োজনে শাহরিয়ার রাফাত।

এ প্রসঙ্গে শাহরিয়ার রাফাত বাংলানিউজকে বলেন, ‘খুব ভালো গান হয়েছে। কোনাল গেয়েছে অসাধারণ। আমিও চেষ্টা করেছি। সিনেমা সংশ্লিষ্টরা দুজনার গায়কীর পাশাপাশি কথা, সুর ও সংগীতেরও প্রশংসা করেছেন। আশা করি ভালো কিছু হবে। ’

নতুন বছরের (২০১৯) জানুয়ারি থেকে রাজু চৌধুরীর ‘রাজকন্যা’ সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন রাফাত।

এর আগে ‘ক্যাপটেন খান’ সিনেমার ‘এমন করে কেনো তাকাও’ এবং আকাশ আশ্চার্য্য’র ‘আসলে কেউ সুখী নয়’ সিনেমার দু’টি গান দ্বৈতকণ্ঠে গেয়েছিলেন কোনাল-রাফাত।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
ওএফবি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।