ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

শাহরুখের ‘জিরো’র প্রশংসায় মালালা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৭, ডিসেম্বর ২৩, ২০১৮
শাহরুখের ‘জিরো’র প্রশংসায় মালালা -

বলিউড বাদশা শাহরুখ খানের ‘জিরো’ দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। 

সিনেমাটি দেখে একটি ভিডিও বার্তা দিয়েছেন এই তরুণী। সেখানে ‘জিরো’ এবং শাহরুখের প্রশংসা করেছেন তিনি।

সদ্য মুক্তিপ্রাপ্ত ‘জিরো’ সিনেমাটি এখন পর্যন্ত সফলতার আলো ছড়াতে পারেনি। তবে শাহরুখভক্ত মালালার মন ঠিকই জয় করেছে। ভিডিও বার্তায় ব্যক্তিগতভাবে শাহরুখকে সে কথা জানিয়েছেনও তিনি। মালালার পাশাপাশি তার পরিবারের সবাই শাহরুখ, ক্যাটরিনা এবং আনুশকা শর্মা অভিনীত সিনেমাটি খুব পছন্দ করেছেন।

সিনেমাটি মুক্তি পেতেই শুক্রবার (২১ ডিসেম্বর) সপরিবারের প্রেক্ষাগৃহে যান মালালা। এরপরই তিনি ভিডিও বার্তাটি দেন।
 
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ২৩ ডিসেম্বর, ২০১৮
ওএফবি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।