ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

আমিরের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে কী বললেন ফাতিমা?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৬, ডিসেম্বর ২৬, ২০১৮
আমিরের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে কী বললেন ফাতিমা? আমির খান ও ফাতিমা সানা শেখ

নিতেশ তিওয়ারি পরিচালিত ‘দঙ্গল’ ও বিজয় কৃষ্ণার ‘থাগস অব হিন্দুস্থান’ সিনেমায় বলিউড সুপারস্টার আমির খানের সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী ফাতিমা সানা শেখ।

প্রায় এক বছর ধরে তাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে বলিউড পাড়ায়। তবে এনিয়ে এতদিন আমির-ফাতিমার কাউকে সরাসরি কথা বলেননি।

সম্প্রতি একটি সক্ষাৎকারে গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন ২৬ বছর বয়সী এই অভিনেত্রী।

ফাতিমা বলেন, বিষয়টি খুব অদ্ভুত। একদিন আমার মা টিভি দেখছিলেন তখন তিনি আমাকে দেখালেন, ‘তোমার ছবি এসেছে’ এবং আমি খবরটি বোঝার জন্য শিরোনামটি পড়লাম ও অবাক হলাম।

তিনি জানান, কোন ব্যাপারে, মানুষ কী কথা বলছে; তা এখন তিনি কাউকে ব্যাখ্যা করার প্রয়োজন বোধ করেন না।

‘কেউ যদি আপনাকে কিছু নিয়ে অভিযোগ করে, তাহলে প্রথমে আপনাকে বেরিয়ে এসে তাকে জিজ্ঞেস করতে হবে, ‘আপনি কেন এমনটি মনে করছেন?’ তবে আপনি যদি আগ্রাসী ব্যক্তি হন, তাহলে আপনি তাকে আক্রমণ করবেন। আপনি যদি বিনয়ী ব্যক্তি হন, তখন আপনি বিষয়টি নিয়ে আলোচনা করবেন,’ যোগ করেন ফাতিমা।

আমির খানের স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে ফাতিমা সানা শেখের বন্ধুত্ব রয়েছে। বিভিন্ন উৎসবে তাদেরকে একসঙ্গে দেখা যায়।
 
নতুন বছর অনুরাগ বসুর নতুন সিনেমায় রাজকুমার রাওয়ের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে ফাতিমাকে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।