ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

মাহতিম শাকিবের নতুন গান ‘যে চলে যাওয়া’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৩, ডিসেম্বর ২৬, ২০১৮
মাহতিম শাকিবের নতুন গান ‘যে চলে যাওয়া’ মাহতিম শাকিব

নতুন গান নিয়ে আসছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মাহতিম শাকিব। এরই মধ্যে গানটির যাবতীয় কাজ সম্পন্ন হয়েছে।

‘কান্না ছাড়াই এমন করে/কাঁদতে পারে ক’জন/শূন্য রাতে নিঝুম শহর/কান্না আমার স্বজন’- এমন কথার গানটি লিখেছেন মাহতাব হোসেন। সুর-সঙ্গীতায়োজনে এস কে সমীর।

গানটি প্রসঙ্গে এস কে সমীর বাংলানিউজকে বলেন, মাহতিম এ সময়ের খুব জনপ্রিয় একজন শিল্পী। তার গায়কী নিয়ে নতুন করে বলার কিছু নেই। আর মাহমিত মনঃপূত লিরিক ছাড়া গান করেন না। গীতিকাব্যটি তিনি খুব পছন্দ করেছেন। আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে।

গানটি প্রকাশ পাচ্ছে জেএস মাল্টিমিডিয়া থেকে। এখন চলছে ভিডিও নির্মাণের পরিকল্পনা। ভিডিওর স্টুডিও অংশের গায়কীতে দেখা যাবে মাহতিম শাকিবকে।

গানটির প্রকাশকাল এখনো নিশ্চিত হয়নি। তবে নতুন বছরের শুরুর দিকে প্রকাশের আশাবাদ ব্যক্ত করেছেন এর সঙ্গে সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
ওএফবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।