ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

সিলেটে ‘রোমিও রংবাজ’র শুটিং শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৭, ফেব্রুয়ারি ৬, ২০১৯
সিলেটে ‘রোমিও রংবাজ’র শুটিং শুরু ‘রোমিও রংবাজ’র মহরত

সায়েম জাফর ইমামী পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘রোমিও রংবাজ’র শুটিং শুরু হয়েছে সিলেটে। বুধবার (০৬ ফেব্রুয়ারি) মৌলভীবাজারের একটি রিসোর্টে রোমান্টিক-অ্যাকশন গল্পের সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়।

প্রথম দিনের শুটিংয়ে  অংশ নেন নতুন জুটি চিত্রনায়িকা অমৃতা খান ও নবাগত নায়ক সালমান রাহগীর। আরও রয়েছেন অভিনেতা শিমুল খান, সাইফ চন্দন, আমির সিরাজী প্রমুখ।

অমৃতা খান বাংলানিউজকে বলেন, ঢাকার তুলনায় এখানে অনেক শীত। এর মধ্যেই শুটিং করছি। সিনেমাটিতে আমি সিলেটের এক ধার্মিক মুসলিম পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করছি। চরিত্রটি আমার বেশ পছন্দ হয়েছে। দর্শকদেরও ভালো লাগার মতো।

সিলেটের বিভিন্ন লোকেশনে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ‘রোমিও রংবাজ’র শুটিং হবে। এরপর কিছুদিন বিরতি দিয়ে শুরু হবে সিনেমাটির দ্বিতীয় পর্বের শুটিং।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।