ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে বঙ্গবন্ধুকে নিয়ে গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, মার্চ ৭, ২০১৯
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে বঙ্গবন্ধুকে নিয়ে গান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র প্রতি শ্রদ্ধা নিবেদন করে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন’ শিরোনামের একটি গান প্রকাশ করা হয়েছে।

গানটির কথা ও সুরারোপ করেছেন নয়ন রাজা। এতে কণ্ঠ দিয়েছেন আর জে নয়ন।

এর সঙ্গীতায়োজন করেছেন বাসুদেব ঘোষ।

এ প্রসঙ্গে গীতিকবি নয়ন বলেন,  বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে ৩০ অক্টোবর ২০১৭ সালে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেসকো। ইউনেসকোর ওয়েবসাইটে দেওয়া একটি তালিকায় এ তথ্য প্রকাশ পায়। গানটির তখনই লিখেছিলাম। এখন আপাতত গানটি লিরিক্যাল ভিডিওতে প্রকাশ করেছি। সামনে এর মিউজিক্যাল ডকুমেন্টারি নির্মাণের ইচ্ছে আছে।

তিনি আরও জানান, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশ হবে প্রাচ্যের সুইজারল্যান্ড। এই বিষয়টিই গানটির বিষয়বস্তু। গানটি সকলের কাছে ভালো লাগবে বলেও জানান তিনি।

গানটি বুধবার (৬ মার্চ) লিরিক্যাল ভিডিওতে প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ।

ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।