ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ক্যান্সার আক্রান্তের পর সোনালী বেন্দ্রের প্রথম ফটোশুট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, মার্চ ৭, ২০১৯
ক্যান্সার আক্রান্তের পর সোনালী বেন্দ্রের প্রথম ফটোশুট সোনালী বেন্দ্রে

গত বছরের জুলাইয়ে ক্যান্সারে আক্রান্ত হন বলিউড অভিনেত্রী সোনালী বেন্দ্রে। এখনো পর্যন্ত ভয়াবহ এই রোগটির সঙ্গে লড়াই করে যাচ্ছেন তিনি।

আর রোগের সঙ্গে দীর্ঘ লড়াই করতে করতেই সম্প্রতি একটি পত্রিকার জন্য ফটোশুট করলেন সোনালী।  

ফটোশুটের ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।

ফটোশুটের একটি ছবিতে নির্দ্বিধায় দেখালেন ক্যান্সার অপারেশনের ২০ ইঞ্চি ক্ষত। একটি খোলা ধাতব গাউন পরে তোলা ছবিটিতে সুস্পষ্ট দেখা যাচ্ছে তার পেটে সার্জারির দীর্ঘ ক্ষত।
 
ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর দীর্ঘ ৬ মাস নিউইয়র্কে চিকিৎসা নেন সোনালী। এরপর ডিসেম্বরে ভারতে ফেরেন তিনি। তখন থেকে আজ অবধি নিয়মিত নিজের শারীরিক অবস্থার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের জানিয়ে আসছেন এই অভিনেত্রী।

১৯৯৪ সালে কে রবি শঙ্কর পরিচালিত ‘আগ’ ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখেন সোনালি বেন্দ্রে। এরপর তাকে দেখা গেছে ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘তেরা মেরা সাথ রাহে’, ‘সারফারোশ’ ও ‘কাল হো না হো’র মতো ছবিগুলোতে।

২০১৩ সালে ‘ওয়ান্স আপন অ্যায় টাইম ইন মুম্বাই দোবারা’তে সবশেষ দেখা গেছে সোনালীকে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।