ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘বিউটি সার্কাস’র পোস্টার উন্মোচন করলেন সেলিনা হোসেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, মার্চ ৯, ২০১৯
‘বিউটি সার্কাস’র পোস্টার উন্মোচন করলেন সেলিনা হোসেন সেলিনা হোসেনের হাতে 'বিউটি সার্কাস'র পোস্টার

প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের হাতে উন্মোচিত হলো সার্কাসকে কেন্দ্র করে গণমানুষের পক্ষে এক নারীর সংগ্রামের লড়াই নিয়ে নির্মিত সিনেমা ‘বিউটি সার্কাস’র পোস্টার।

শুক্রবার (০৮ মার্চ) রাতে আন্তর্জাতিক নারী দিবসে উপলক্ষে পোস্টারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। এতে সার্কাসের পোশাকে এক ঝাঁক পায়রা উড়িয়ে বিজয়িনী রূপে হাজির হয়েছেন নন্দিত অভিনেত্রী জয়া আহসান।

‘বিউটি সার্কাস’র পরিচালক মাহমুদ দিদার জানান, নারী দিবস উপলক্ষে সিনেমাটির পোস্টারে বিউটি চরিত্রটিকে প্রাধান্য দেওয়া হয়েছে। এটির নকশা করেছেন সোহেল আনাম।

এ প্রসঙ্গে কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘বিউটি সার্কাস’ সিনেমাটির গল্প আমি শুনেছি, গল্পটি আমার মনকে ভীষণ নাড়া দিয়েছে। খুবই তাৎপর্যপূর্ণ। নারী প্রতিরোধের জায়গা থেকে এটি একটি সৃজনশীল মনোবিকাশের কাজ হলো, পাশাপাশি আমাদের দায়বদ্ধতার বিষয়েও এটা আমাদের স্বপ্নের কাজ হলো।

সরকারি অনুদানে ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটিতে জয়া ছাড়াও অভিনয় করেছেন ফেরদৌস, তৌকীর আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, হুমায়ূন সাধু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।