বিগ বাজেটের এই সিনেমার শুটিংয়ের জন্য ভারতের মুম্বাইয়ের ফিল্মসিটিতে পুরাতন দিল্লি শহরের আদলে তৈরি কর হয় একটি সেট। যার জন্য এই বিশাল অংকের অর্থ গুনতে হয়েছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান করণ জোহরের ধর্ম প্রডাকশনকে।
সিনেমাটির মধ্য দিয়ে ২১ বছর পর বড় পর্দায় জুটি বেঁধে অভিনয় করেছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত ও অভিনেত্রী মাধুরী দীক্ষিত। ভারত স্বাধীন হওয়ার আগে ১৯৪৫ সালের একটি গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে।
অভিষেক বর্মণ পরিচালিত ‘কলঙ্ক’তে সঞ্জয়-মাধুরী ছাড়া আরও অভিনয় করেছেন আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, বরুণ ধাওয়ান ও আদিত্য রায় কাপুর প্রমুখ। আগামী ১৭ এপ্রিল আলোচিত সিনেমাটি মুক্তি পাবে।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
জেআইএম


