ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

‘জোছনাময়ী’ ভাবনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০২, মার্চ ১৭, ২০১৯
‘জোছনাময়ী’ ভাবনা আশনা হাবিব ভাবনা

অনিমেষ আইচ পরিচালিত নারী কেন্দ্রিক গল্পে নির্মিত হয়েছেন ধারাবাহিক নাটক ‘জোছনাময়ী’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

নাটকটির কাহিনী একজন নারী ও তার আশেপাশের কিছু চরিত্রকে নিয়ে আবর্তিত হয়েছে। গ্রামের মেয়ে জোছনা বিয়ের আসর থেকে পালিয়ে নানান ঘটনার মধ্য দিয়ে শহরে এসে ওঠে।

এরপর থেকে তার জীবন নতুন দিকে মোড় নেয়।

এতে ভাবনা ছাড়া আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সুমাইয়া শিমু, খায়রুল আনাম সবুজ, রুনা খান, প্রাণ রায়, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

নাটকটি প্রসঙ্গে অনিমেষ আইচ বলেন, আমরা গতানুগতিক ধারার বাইরে গিয়ে এমন একটি গল্প নিয়ে নাটকটি করেছি, যা দর্শকদের কাছে ভিন্ন ধারার নাটক বলে মনে হবে।

‘জোছনাময়ী’ ১৯ মার্চ থেকে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টায় নাগরিক টিভিতে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।