ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

ওয়েব সিরিজে অভিনয় করবেন শাহরুখ খান!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৪, মার্চ ১৮, ২০১৯
ওয়েব সিরিজে অভিনয় করবেন শাহরুখ খান! শাহরুখ খান

ক্যারিয়ারের শুরুতে বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনয় করেছেন টিভি সিরিয়ালে। তবে সিনেমায় থিতু হওয়ার পর শুধু বড় পর্দাকেই বেঁছে নেনে ৫৩ বছর বয়সী এই অভিনেতা। প্রায় তিন দশক ধরে রুপালি পর্দা মাতাচ্ছেন তিনি।

সম্প্রতি শোনা যাচ্ছে আবারও সিরিজে অভিনয় করতে যাচ্ছেন বলিউড ‘বাদশা’। তবে সেটা ডিজিটাল প্লাটফর্মের জন্য।

নাম ঠিক না হওয়া ওয়েব সিরিজটিতে অভিনয়ের পাশাপাশি শাহরুখ নিজেই প্রযোজনা করবেন।

ওয়েব সিরিজটির সংশ্লিষ্ট একটি সূত্র বলেন, ‘থ্রিলার গল্প নিয়ে শাহরুখ খান ওয়েব সিরিজটি নির্মাণ করবেন। ‘বার্ড অফ ব্লাড’র মতো এটিও  তার নিজের ব্যানারে নির্মিত হবে। শুধু প্রযোজনাই নয়, এতে শাহরুখ অভিনয়ও করবেন। ’

এদিকে ডিজিটাল প্লাটফর্ম নেটফ্লিক্সের জন্য ‘বার্ড অফ ব্লাড’ প্রযোজনা করেছেন শাহরুখ। এতে অভিনয় করেছেন ইমরান হাশমি।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।