ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নির্মিত হচ্ছে শহীদ কাপুরের প্রথম সিনেমার সিক্যুয়েল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
নির্মিত হচ্ছে শহীদ কাপুরের প্রথম সিনেমার সিক্যুয়েল শহীদ কাপুর

এ বছর বলিউডে বেশকিছু সিনেমার সিক্যুয়েল নির্মিত হচ্ছে। ‘সাদাক’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘হাউসফুল’ ও ‘হিন্দি মিডিয়াম’র পর এবার সে তালিকায় যুক্ত হলো শহীদ কাপুর ও অমৃতা রাওর ‘ইশক বিশক’ সিনেমাটিও। এই সিনেমাটি দিয়ে বলিউডে শহীদের অভিষেক ঘটে এবং বক্স অফিসে এটি বেশ ভালো ব্যবসা করে।

সম্প্রতি ‘ইশক বিশক’ সিনেমার প্রযোজক রামেশ তাওরানি সিক্যুয়েল নির্মাণের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা ‘ইশক বিশক’র সিক্যুয়েল নির্মাণ করতে যাচ্ছি।

এখন সিনেমাটির স্ক্রিপ্ট তৈরি হচ্ছে। আশা করছি আগামী দুই থেকে তিন মাসের মধ্যে পরিচালক ও অভিনয়শিল্পী চূড়ান্ত করতে পারবো। ’

‘ইশক বিশক’ পরিচালনা করেছিলেন কেন ঘোষ। সিনেমাটিতে শহীদ কাপুর একজন তরুণের চরিত্রে অভিনয় করেছিলেন। পর্দায় শহীদ ও অমৃতার রসায়ন বেশ প্রশংসিত হয়।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।