ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ইরফান-তানিয়ার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয় মাস’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
ইরফান-তানিয়ার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয় মাস’ 'নয় মাস'র একটি দৃশ্য

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্মের বোধ নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয় মাস’। লতা আচারিয়ার পরিচালনায় এতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ ও অভিনেত্রী তানিয়া বৃষ্টি।

সম্প্রতি পুরান ঢাকায় স্বল্পদৈর্ঘ্যটির শুটিং শেষ হয়েছে। এরই মধ্যে  আরডাব্লিউ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এর টিজার।

‘নয় মাস’ প্রসঙ্গে ইরফান সাজ্জাদ বলেন, এই প্রথম এমন একটি কাজ করলাম। আমি সাধারণত এ ধরনের চরিত্র করতে আগ্রহী নই। কিন্তু গল্পের কারণে এতে কাজ করতে রাজি হয়েছি।

তানিয়া বৃষ্টি বলেন, একই প্রতিষ্ঠান থেকে কয়েকদিন আগে ‘লিংক হবে’ নামের একটি স্বল্পদৈর্ঘ্যে কাজ করে ভালো সাড়া পেয়েছি। নতুন গল্পটিও দারুণ। আশা করছি ভালো কিছু হবে।

ইরফান সাজ্জাদ-তানিয়া বৃষ্টি ছাড়াও এতে অভিনয় করেছেন ফয়সাল হাসান, সাজুসহ অনেকে।   খুব শিগগিরই ‘নয় মাস’ অনলাইনে প্রকাশ পাবে।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।