ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চল্লিশ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘তুই আমার রানি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৯
চল্লিশ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘তুই আমার রানি’ মিষ্টি ও সূর্য

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার সিনেমা ‘তুই আমার রানি’ শুক্রবার (০৫ এপ্রিল) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। প্রথম সপ্তাহে সিনেমাটি চল্লিশটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক সজল আহমেদ বাংলানিউজকে বলেন, ‘দর্শকদের সুবিধার কথা চিন্তা করে প্রথম সপ্তাহে বেছে বেছে দেশের বড় ও ভালো চল্লিশটি প্রেক্ষাগৃহে ‘তুই আমার রানি’ মুক্তি দিচ্ছি। চাহিদার ভিত্তিতে আমরা সংখ্যা বাড়াবো।

তবে দ্বিতীয় সপ্তাহের জন্য এখনই আরও ২০টি প্রেক্ষাগৃহ নিশ্চিত হয়ে আছে। ’

সজল আহমেদের সঙ্গে যৌথভাবে সিনেমাটি পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা পীযূষ সাহা। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন মিষ্টি জান্নাত ও সূর্য। এতে আরও অভিনয় করেছেন- রেবেকা, সজল, আবু হেনা রনি, ভারতের রাজেশ শর্মা, সুপ্রিয় দত্ত, দোলন, কাঞ্চন প্রমুখ।

বাংলাদেশের এক সপ্তাহ পর ১২ এপ্রিল ভারতে সিনেমাটি মুক্তি পাবে। এছাড়া পর্যায়ক্রমে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই ও কানাডায়ও এটি প্রদর্শিত হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।