ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

তপন চৌধুরীর কণ্ঠে মায়ের বন্দনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৯
তপন চৌধুরীর কণ্ঠে মায়ের বন্দনা তপন চৌধুরী

বৈশাখ উপলক্ষে সম্প্রতি ‘মা’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিলেন গুণী সঙ্গীতশিল্পী তপন চৌধুরী।

ঘুম আসেনা, ঘুম আসেনা/মন যে কেমন করে/আমি থাকি দূর প্রবাসে/মা থাকে ঐ পাড়ে- এমন কথার গানটি লিখেছেন আশরাফুল হক তুরন। সুরারোপ করেছেন গীতিকবি এস আই শহীদ।

সঙ্গীতায়োজনে মুশফিক লিটু।

এ গান প্রসঙ্গে তপন চৌধুরী বলেন, গানটি মেলোডি ঘরানার। কথায় বেশ আবেগ রয়েছে। সুর-সঙ্গীতায়োজনও হয়েছে সুন্দর। মায়ের প্রতি সবারই দুর্বলতা রয়েছে। মা’কে নিয়ে আরও বেশি বেশি গান হোক। সকল মায়েদের প্রতি শ্রদ্ধা।

লিটু-তপন চৌধুর-শহীদ-তুরন

গানটির সুর করা প্রসঙ্গে এস আই শহীদ বাংলানিউজকে বলেন, আমি মূলত গান লিখি। এ গানের কথাগুলো আমার ভেতর ভীষণ রকমের একটা ভালোলাগা তৈরি করে। যে কারণে গানটির সুর করা। তপন’দার কণ্ঠে মানাবে, সেই ভাবনা মাথায় রেখেই সুর করেছি। সবমিলিয়ে গানটি বেশ ভালো হয়েছে।  

বৈশাখ উপলক্ষ্যে খুব শিগগিরই ‘মা’ শিরোনামের গানটি মিউজিক ভিডিওতে প্রকাশ পাবে। প্রকাশকাল এখনো চূড়ান্ত হয়নি।

এদিকে কিছু দিন আগে প্রকাশ পাওয়া তপন চৌধুরীর কণ্ঠের ‘এই তো বেশ আছি’ শিরোনামের গানটি শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।