ভালোবাসা, আত্মপরিচয় সংকট, ভুল বোঝাবুঝি এবং অর্থনৈতিক ও মানসিক টানাপোড়েনের গল্পে নির্মিত হয়েছে ‘বিজনেসম্যান’ । শূন্য থেকে শিখরে ওঠা এক বিজনেসম্যান’র সাফল্য ও যন্ত্রণার চিত্রচাল দর্শকরা এতে দেখতে পাবেন।
এ প্রসঙ্গে নির্মাতা সঞ্জয় সমদ্দার বাংলানিউজকে বলেন, আইডেন্টিটি ক্রাইসিস, লোভ, ঘৃণার কাছে ভালোবাসা পরাজিত হচ্ছে। মানুষ দিন দিন অতিমাত্রায় প্রতিক্রিয়াশীল হচ্ছে। গল্পটা আসলে চারপাশে ঘটে যাওয়া এইসব বিষয়কে উপজীব্য করেই। সিনেমাটির শেষের দিকে দেখা যাবে, বিষাদের এক দারুণ আত্মোপলব্ধি।
জাহিদ হাসান অভির প্রযোজনায় বৈশাখে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রচার হবে ‘বিজনেসম্যান’।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
ওএফবি


