গত ৪ এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দু’জনে বিয়ে করেছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে দর্শন পড়ুয়া দুলসে ভ্যালি দিয়েগো ছিলেন খ্রিস্ট (ক্যাথলিক) ধর্মাবলম্বী।
মেক্সিকান এ তরুণীর সঙ্গে পরিচয় প্রসঙ্গে অয়ন বাংলানিউজকে বলেন, ‘মেক্সিকোর হলেও দিয়েগো ক্যালিফোর্নিয়ায় থাকে। সেখানে আমার এক পরিচিত কোরিওগ্রাফারের সঙ্গে সে অনেক কাজ করেছে। ফেসবুকে তার কাজগুলো দেখে আমার বেশ ভালো লাগে। এরপর আমাদের মধ্যে ফেসবুকে বন্ধুত্ব থেকে সম্পর্কটা প্রেমে রূপ নেয়। আমাদের দু’জনের মধ্যে অনেক মিল। দু’জনের চিন্তাভাবনা, দর্শন এবং স্বপ্নও প্রায় একই। তাই ভালোবাসার মানুষটিকে আপন করে নিলাম। ’
‘আসলে দুইটি মনের মিল হলে দূরত্ব সেটাকে আলাদা করতে পারে না। আমরা যেন সারাজীবন এক থাকতে পারি, সেজন্য সবার কাছে দোয়া চাইছি’- যোগ করেন মডেল অয়ন।
দিয়েগো বলেন, ‘বাংলাদেশের ও আমার দেশের সংস্কৃতি অনেক আলাদা। তবে সবকিছুই আমি পর্যবেক্ষণ করেছি। এখন আমার অনেক ভালো লাগছে। তাছাড়া অয়নের সঙ্গে আমার সম্পর্কটা পরিণতি পেয়েছে। সেজন্য আমি অনেক আনন্দিত। ’
অয়ন ঢাকার একটি প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করেছেন। এখন এমবিএ করার জন্য দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন তিনি। এছাড়া নিয়মিত মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছেন। জনপ্রিয় ফ্যাশন হাউজ ইজি ও জিরো’র মডেল হয়ে কাজ করেছেন অয়ন।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
জেআইএম/এইচএ/


