সোমবার (১৫ এপ্রিল) সিনেমাটির একটি পোস্টার প্রকাশ পেয়েছে অনলাইনে। যেটি রীতি মত সবাইকে অবাক করেছে।
টুইটারে পোস্টারটি শেয়ার করে সালমান ক্যাপশনে লেখেন, ‘আমার চুল-দাড়ি যত সাদা দেখছেন, তার থেকে অনেক রঙিন আমার জীবন। ’
পোস্টারের ব্যাকড্রপে দেখা যাচ্ছে অভিনেতা জ্যাকি শ্রফকে। এই সিনেমায় তিনি সালমানের বাবার চরিত্রে অভিনয় করেছেন। এতে আরও অভিনয় করেছেন দিশা পাতানি, সুনীল গ্লোভার ও টাবু।
একটি কোরিয়ান সিনেমার অফিসিয়াল রিমেক ‘ভারত’। যেখানে একজন সাধারণ মানুষের জীবন, জার্নির মধ্যে দিয়ে দেখানো হবে ভারতের ইতিহাস। খুব শিগগিরই সিনেমাটির ট্রেলার মুক্তি পাবে।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
জেআইএম


