এতে উপস্থিত থাকবেন দেশবরেণ্য কবি-সাহিত্যিক ও শিল্পীরা। দেড় ঘণ্টা দৈর্ঘ্যের এই প্রদর্শনী শেষে থাকবে আড্ডা, আলোচনা, প্রশ্ন ও পর্যালোচনা পর্ব।
‘আলফা’ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ২৬ এপ্রিল। সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামান, নবীন অভিনয়শিল্পী আলমগীর কবির, দোয়েল ম্যাশ, হীরা চৌধুরী, ইশরাত নিশাত, মোস্তাফিজ নূর ইমরান ও ভাস্কর রাসা প্রমুখ।
ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত এ সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করছেন নাসির উদ্দীন ইউসুফ। প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর ও পরিচালকের কন্যা এশা ইউসুফ।
ইতিপূর্বে নাসির উদ্দীন ইউসুফ নির্মাণ করেছেন ‘একাত্তরের যীশু’ ও ‘গেরিলা’। দু’টি সিনেমার জন্য তিনি প্রশংসিত হয়েছেন। এ দু’টি সিনেমার বিষয় ছিল মুক্তিযুদ্ধ। তবে তার তৃতীয় সিনেমা ‘আলফা’য় থাকবে বিষয় ও শৈলীগত ভিন্নতা।
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
জেআইএম


