বৃহস্পতিবার (২৫ এপ্রিল) পূজা সেনগুপ্তের নেতৃত্বে তুরঙ্গমীর তিন সদস্যের দল ফিলিপাইন যাচ্ছে। দলের অন্য দু’জন সদস্য হলেন সুস্মিতা লোপা ও লোপা অধিকারী।
প্রতি বছরের মতো এবারও এপ্রিল এর শেষ সপ্তাহটিকে ফিলিপাইন ‘জাতীয় নৃত্য সপ্তাহ’ ঘোষণা করেছে। তাই দিনটি উদযাপনে বিশ্বের বিভিন্ন দেশের পেশাদার নাচের দলকে আমন্ত্রণ জানিয়েছে ফিলিপাইন সরকার। এবারের উৎসবের প্রতিপাদ্য বিষয় ‘নৃত্যের মধ্য দিয়ে সাংস্কৃতিক সংযোগ’।
২৬ এপ্রিল থেকে শুরু হয়ে পাঁচ দিনব্যাপী আয়োজিত এ উৎসব চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। এতে বাংলাদেশের ঐতিহ্যবাহী ধামাইল নাচের উপর বিশেষ কর্মশালা পরিচালনা করবেন পূজা সেনগুপ্ত। এছাড়া একাধিক মূলধারার অনুষ্ঠানে অংশ নেবে তুরঙ্গমীর শিল্পীরা।
২০১৮ সালে ‘ড্যান্স এক্সচেঞ্জ’-এ পূজা সেনগুপ্ত বাংলাদেশের আরতি নাচের উপর কর্মশালা পরিচালনা করেছিলেন। যেখানে অংশ নিয়েছিলেন প্রায় এক হাজার ফিলিপিনো নৃত্য প্রশিক্ষক।
বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৯
জেআইএম


