ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

বিনোদন

শুটিং সেটে জ্ঞান হারালেন অভিনেত্রী দীপিকা কাকার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩০, এপ্রিল ২৮, ২০১৯
শুটিং সেটে জ্ঞান হারালেন অভিনেত্রী দীপিকা কাকার দীপিকা কাকার

লাইট-ক্যামেরাসহ প্রস্তুত পুরো সেট। অ্যাকশন বলার অপেক্ষায় পরিচালক। এমন সময় জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান হিন্দি সিরিয়ালের অভিনেত্রী দীপিকা কাকার। এরপর শুটিং বাদ দিয়ে সবাই তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।

ঘটনাটি ঘটেছে হিন্দি সিরিয়াল ‘পানিপুরি’র সেটে।   শনিবার (২৭ এপ্রিল) প্রযোজক সন্দীপ শিকান্দ ইনস্টাগ্রামে দীপিকার একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘হিরোইন তো অজ্ঞান হয়ে গিয়েছেন।

ছবিতে দেখা যাচ্ছে সোফায় শুয়ে রয়েছেন দীপিকা। তার চারপাশ থেকে ঘিরে রয়েছে শুটিং ইউনিটের সদস্যরা।

জানা যায়, বেশকিছু দিন ধরে শারীরিকভাবে অসুস্থ দীপিকা কাকর। কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা তার এক ছবিতে তেমনই ইঙ্গিত ছিল। এর মধ্যে শুটিং করতে গিয়েই নাকি জ্ঞান হারিয়েছেন ‘বিগ বস ১২’ জয়ী এই অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।