ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

বিনোদন

মিনারের ‘রং পেন্সিলে’ নিশো-মেহজাবিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৩, মে ২, ২০১৯
মিনারের ‘রং পেন্সিলে’ নিশো-মেহজাবিন মিনার-নিশো-মেহজাবিন

সঙ্গীতশিল্পী মিনার রহমান’র কণ্ঠে প্রকাশ পেলো ‘রং পেন্সিল’ শিরোনামের গান ভিডিও।

রং পেন্সিল তোকে কাটতে পারি না কোন শার্পনারে/ যদি তুই ভেঙে যাস/ রং পেন্সিল তোকে রাঙাতে পারিনা মন ক্যানভাসে/ যদি তুই ক্ষয়ে যাস- এমন কথার গানটি লিখেছেন ওমর ফারুক। সুর ও সঙ্গীতায়োজনে ছিলেন অমিত চ্যাটার্জী।

 

মাহমুদুর রহমান হিমি’র গল্প ও পরিচালনায় গানটিতে মডেল হয়েছেন আরফান নিশো এবং মেহজাবিন চৌধুরী।  

নিজের নতুন গান ভিডিও প্রসঙ্গে মিনার রহমান বলেন, বেশ কিছু দিন আগে গানটিতে কন্ঠ দেই। এটি একটি কাব্যনির্ভর কথাভিত্তিক গান। কথা, সুর ও সঙ্গীত মিলিয়ে গানটি চমৎকার হয়েছে। ভিডিওটিও হয়েছে বেশ ভালো । আশা করছি গান ভিডিও দর্শক-শ্রোতাদেরও ভালো লাগবে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) ধ্রুব টিভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় ‘রং পেন্সিল’। এর আগে গানটি গত পহেলো বৈশাখের বিশেষ ‘আনএক্সপেক্টেড সারপ্রাইজ’ নাটকে ব্যবহৃত হয়। এছাড়াও গানটি শুনতে পাওয়া যাচ্ছে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।  

ভিডিও: বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, মে ০২, ২০১৯
ওএফবি


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।