ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

তিন দিনে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’র আয় কত?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, মে ১৩, ২০১৯
তিন দিনে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’র আয় কত? টাইগার শ্রফ, তারা সুতারিয়া ও অনন্যা পাণ্ডে

সাত বছর পর মুক্তি পেলো বলিউডের সুপারহিট সিনেমা ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’র সিক্যুয়েল। শুক্রবার (১০ মে) মুক্তিপ্রাপ্ত সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত ব্যবসা করতে পারছে না। মুক্তির তৃতীয় দিনে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’র আয় ৩৮ কোটি ৮৩ লাখ রুপি।

টাইগার শ্রফ অভিনীত সিনেমাটির প্রথম দিনের আয় ১২ কোটি ৬ লাখ রুপি। এ অভিনেতার প্রথম দিন আয়ের দিক থেকে এটি দ্বিতীয় সিনেমা।

এছাড়া দ্বিতীয় দিন ১৪ কোটি ২ লাখ ও তৃতীয় দিন ১৩ কোটি রুপি ঘরে তুলতে সক্ষম হয়েছে সিক্যুয়েলটি। আইপিএলের ফাইনাল ম্যাচ থাকায় রোববার (১২ কোটি) ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’র বক্স অফিসে কিছুটা প্রভাব ফেলেছে।

এদিকে সিনেমাটি সমালোচকদের মন জয় করতে পারিনি। প্রায় সবাই এই সিনেমার পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, অভিনয়শিল্পী, কলাকুশলী সবার নেতিবাচক সমালোচনা করছেন।

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’র মাধ্যমে আলিয়া ভাট, বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রার ক্যারিয়ার শুরু হয়। পুনিত মালহোত্রা পরিচালিত দ্বিতীয় কিস্তিতে তারা সুতারিয়া ও অনন্যা পাণ্ডের অভিষেক ঘটলো।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, মে ১৩, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।