কিন্তু কেন এই মহিলাকে খুঁজছে তারা? রিনি জানলেও নীল এর কিছুই জানেন না। নীলের কোন প্রশ্নের জবাবও দেয় না রিনি।
মানস পালের গল্পে টেলিফিল্মটি নির্মাণ করেছেন গোলাম হাবিব লিটু। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা চম্পা। তাকে একজন দুঃখী মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এর অন্যান্য চরিত্রে রয়েছেন শবনম ফারিয়া, জীবন রায়, বাবু, সোহেলী, বৃষ্টি প্রমুখ।
শুক্রবার (২৪ মে) দুপুর ২টা ৪৫ মিনিটে চ্যানেল আইতে ‘অভাগিনী মা’ প্রচার হবে।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, মে ২২, ২০১৯
জেআইএম


