ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

 হঠাৎ ‘একজন আগন্তুক’!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, মে ২৩, ২০১৯
 হঠাৎ ‘একজন আগন্তুক’! ‘একজন আগন্তুক’র একটি দৃশ্য

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত হয়েছে নাটক ‘একজন আগন্তুক’। এ এইচ এম এনামুল হকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মেহেদী হাসান সোমেন।

নাটকটির গল্প তৈরি করা হয়েছে অবসরপ্রাপ্ত চাকরিজীবী আমজাদের পরিবারকে ঘিরে। তিনি স্ত্রী, মেয়ে ও ছেলেকে নিয়ে একটি ভাড়া বাসায় বসবাস করেন।

এক রাতে হঠাৎ একজন আগন্তুক তাদের বাসায় এসে আশ্রয় নিতে চায়। আমজাদও ভদ্রলোককে বাসায় আশ্রয় দিয়ে ছেলের রুমে থাকার ব্যবস্থা করে দেন। আর এরপর আগন্তুকে ঘিরে ঘটতে থাকে একের পর এক রোমাঞ্চকর ঘটনা।

ব্যতিক্রমী গল্পের এ নাটকটিতে আমজাদ চরিত্রে অভিনয় করেছেন সমু চৌধুরী। আরও আছেন শিল্পী সরকার অপু, মাসুদ মহিউদ্দিন, শফিউল আলম বাবু, রাজ ঘোষ, আফসানা হক ও অর্ঘ।  

পরিচালক মেহেদী হাসান সোমেন বাংলানিউজকে বলেন, নাটকটিতে মধ্যবিত্ত পরিবারের টানাপোড়ন এবং প্রাপ্তির জীবনঘনিষ্ঠ কিছু চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও নাটকের গল্পটিতে বেশ চমক রয়েছে যা দর্শকে বিমোহিত করবে।  

ঈদের দ্বিতীয় দিন রাত সাড়ে ১০টায় দীপ্ত টেলিভিশনে ‘একজন আগন্তুক’ প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মে ২৩, ২০১৯
এমআরএ/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।