ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘পাসওয়ার্ড’র ৭২ প্রেক্ষাগৃহ চূড়ান্ত, টার্গেট শতাধিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, মে ২৩, ২০১৯
‘পাসওয়ার্ড’র ৭২ প্রেক্ষাগৃহ চূড়ান্ত, টার্গেট শতাধিক শাকিব খান ও শবনম বুবলী

প্রেক্ষাগৃহে সবচেয়ে বেশি দর্শকের সমাগম ঘটে ঈদুল ফিতরে। তাই এই উৎসবকে কেন্দ্র করে নির্মাতারা বড় বাজেটের সিনেমা মুক্তি দিয়ে থাকেন। গেল প্রায় এক যুগেরও বেশি সময় ধরে ঈদে প্রেক্ষাগৃহে রাজত্ব করছে শাকিব খানের সিনেমা। এবারও এর ব্যতিক্রম ঘটছে না।

ঈদে মুক্তির প্রতীক্ষায় থাকা পাঁচটি সিনেমার দু’টিই ঢালিউড সুপারস্টারের। মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ ও সাকিব সনেট পরিচালিত ‘নোলক’ নিয়ে বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন শাকিব খান।

দু’টি সিনেমার মধ্যে ঈদে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে শাকিব খান ও শবনম বুবলী জুটির ‘পাসওয়ার্ড’। এরই মধ্যে সিনেমাটি মুক্তির জন্য ৭২টি প্রেক্ষাগৃহ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক।  

বৃহস্পতিবার (২৩ মে) মালেক আফসারী বাংলানিউজকে বলেন, ‘পাসওয়ার্ড’র মহরত যেদিন করেছি, সেদিন থেকেই অল্প অল্প করে আমাদের প্রেক্ষাগৃহ বুকিং শুরু হয়েছে। এখন পর্যন্ত দেশের বড় বড় ৭২টি প্রেক্ষাগৃহ আমরা চূড়ান্ত করেছি। এই প্রেক্ষাগৃহগুলোর বুকিংয়ের টাকাও আমরা পেয়ে গেছি। তবে আমাদের টার্গেট শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া। ’

‘বর্তমানে ‘পাসওয়ার্ড’র শুটিং চলছে তুরস্কে। সেখান থেকে ইউনিট ফিরবে শুক্রবার (২৪ মে) সকালে। সব রেডি করে আশা করছি শিগগিরই সেন্সরে ‘পাসওয়ার্ড’ জমা দিতে পারবো’, যোগ করেন ‘অন্তর জ্বালা’খ্যাত এ নির্মাতা।

এদিকে এখন পর্যন্ত ‘নোলক’ ৪০টি প্রেক্ষাগৃহ চূড়ান্ত করতে পেরেছে বলে জানিয়েছেন সিনেমাটির নির্মাতা সাকিব সনেট।

‘পাসওয়ার্ড’ পরিবেশনা করছে হার্টবিট কথাচিত্র। আর ‘নোলক’ জাজ মাল্টিমিডিয়া থেকে মুক্তি পাচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, মে ২৩, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।