ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্রেক্ষাগৃহে ‘নরেন্দ্র মোদী’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, মে ২৪, ২০১৯
প্রেক্ষাগৃহে ‘নরেন্দ্র মোদী’ ‘নরেন্দ্র মোদী’র পোস্টার

সব বিপত্তির অবসান ঘটিয়ে শুক্রবার (২৪ মে) পর্দায় এসেছে বিবেক ওবেরয় অভিনীত নরেন্দ্র মোদীর বায়োপিক ‘পিএম নরেন্দ্র মোদী’।

এতে মোদীর ভূমিকায় অভিনয় করেছেন বিবেক ওবেরয়। এটি নির্মাণ করেছেন ওমাং কুমার।

প্রযোজনা করেছেন সন্দীপ সিং।

এর আগে গত ৫ ও ১১ এপ্রিল সিনেমাটি মুক্তির ঘোষণা দিলেও শেষ পর্যন্ত নির্বাচনের কারণ দেখিয়ে আটকে দেওয়া হয়।

অর্থাৎ নির্বাচনের কারণ দেখিয়ে সিনেমাটির মুক্তি নিয়ে সরব হয়ে উঠে বিরোধীরা। লোকসভা নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত সিনেমাটি মুক্তি না দেওয়ার জন্য কমিশনের কাছে আবেদন জানায় কংগ্রেস ও আম আদমি পার্টি।  

এছাড়া ভোটের সময় ‘পিএম নরেন্দ্র মোদী’ মুক্তি পেলে তা ভোটারদের উপর প্রভাব ফেলবে এবং এ সময়ে সিনেমাটি মুক্তি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলেও অভিযোগ তুলেছিলো কংগ্রেস।

শেষ পর্যন্ত মোদীর ফের বিজয় এবং সিনেমাটি মুক্তি পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রযোজক সন্দীপ সিং।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই লোকসভা নির্বাচনের সময় সিনেমাটি আটকে দেওয়ায় আক্ষেপ করিনি। দেরিতে হলেও ‘পিএম নরেন্দ্র মোদী’ প্রকাশ্যে আসায় আমরা আনন্দিত।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, মে ২৪, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।