ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অবাক-মৌসুমীর নাটক ‘সরি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, মে ৩১, ২০১৯
অবাক-মৌসুমীর নাটক ‘সরি’ 'সরি' নাটকের একটি দৃশ্যে মৌসুমী হামিদ ও অবাক

তুষার স্মার্ট ও গম্ভীর একটা ছেলে। তার প্রেমিকা প্রকৃতি থাকেন নেপালে। প্রেমিকার টানে তুষার নেপাল চলে যায়। সেখানে গিয়ে তিনি পাহাড়ের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থাকার সময় দেখতে পায় একটি মেয়ে আত্মহত্যার চেষ্টা করছে। তুষার তাকে সঙ্গে সঙ্গে আত্মহত্যার করা থেকে বাঁচায়। পরে মেয়েটির কাছে জানতে পারে এক করুন কাহিনী।

এমনই গল্পে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘সরি’। রিফাত আদনান পাপনের রচনায় নাজমুল রনি খণ্ড নাটকটি নির্মাণ করেছেন।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ, অবাক, পীরজাদা হারুন ও সানিতা।  

সম্প্রতি নেপালের মনোরম সব লোকেশনে ‘সরি’র শুটিং হয়। এটি প্রযোজনা করেছে ফ্যাক্টর থ্রি সলিউশনস্।

শুক্রবার (৩১ মে) রাত ৯টায় এসএ টিভি’তে ‘সরি’ নাটকটি প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, মে ৩১, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।