ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চলে গেলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা দিনিয়ার কন্ট্রাক্টর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, জুন ৫, ২০১৯
চলে গেলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা দিনিয়ার কন্ট্রাক্টর দিনিয়ার কন্ট্রাক্টর

না ফেরার দেশে চলে গেলেন বলিউডের টেলিভিশন ও সিনেমার কমেডি অভিনেতা দিনিয়ার কন্ট্রাক্টর (৭৯)। বুধবার (০৫ জুন) ভোরে বার্ধক্যজনিত নানা জটিলতার কারণে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন।

তার মৃত্যুতে বলিউড ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। তারকাদের পাশাপাশি শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

দিনিয়ার কন্ট্রাক্টরকে নাটক কিংবা সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা যেত। ১৯৬৬ সালে তিনি মঞ্চ দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। অনেক গুজরাটি ও হিন্দি নাটকে অভিনয় করেছেন তিনি।  

১৯৯৫ সালে ধারাবাহিক নাটক ‘তেরি ভি চুপ মেরি ভি চুপ’ এ অভিনয় করে পরিচিতি পান তিনি। এরপর একে একে ‘তারক মেহতা কা উল্টা চশমা’, ‘খিচুড়ি’র মতো ধারাবাহিকে তাকে দেখা গেছে। এছাড়া ‘দো অউর দো পাঁচ’, ‘করিশমা’, ‘আজ কে শ্রীমান শ্রীমতি’র ধারাবাহিকে অভিনয় করে প্রশংসা পান তিনি।

বড় পর্দায় অভিনয় করেও দর্শকদের মন জয় করেছেন দিনিয়ার কন্ট্রাক্টর। ‘চোরি চোরি চুপকে চুপকে’, ‘খিলাড়ি’, ‘বাদশা’, ‘দরার’ ও ‘৩৬ চায়না টাউন’ সিনেমায় তার তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেন।  

অভিনয়ের স্বীকৃতি স্বরূপ ২০১৯ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, জুন ০৫, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।