ঢাকা, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩২, ২৮ অক্টোবর ২০২৫, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

গুগল ডুডলে লাকী আখান্দের জন্মদিন উদযাপন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৬, জুন ৭, ২০১৯
গুগল ডুডলে লাকী আখান্দের জন্মদিন উদযাপন গুগল ডুডলে লাকী আখান্দের জন্মদিন উদযাপন

বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত পরিচালক লাকী আখান্দকে স্মরণ করলো গুগল। প্রয়াত এই তারকার ৬৩তম জন্মদিন ডুডলের মাধ্যমে উদযাপন করছে প্রতিষ্ঠানটি।

লাকী আখান্দ ১৯৫৬ সালের ৭ জুন ঢাকার পাতলা খান লেনে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

লাকী আখান্দ ব্যান্ড দল ‘হ্যাপী টাচ’র সদস্য ছিলেন। তার সংগীতায়োজনে বিখ্যাত গানের মধ্যে রয়েছে এই নীল মনিহার, আবার এলো যে সন্ধ্যা ও আমায় ডেকো না।

দীর্ঘদিন ফুসফুসের ক্যান্সারে ভোগা লাকী আখান্দ ২০১৭ সালের ২১ এপ্রিল ৬০ বছর বয়সে ইন্তেকাল করেন।

বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, জুন ০৭, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।