ঢাকা, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩২, ২৮ অক্টোবর ২০২৫, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৯’ সিনেমায় জন সিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২২, জুন ৮, ২০১৯
‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৯’ সিনেমায় জন সিনা জন সিনা

তুমুল জনপ্রিয় ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের নবম সিনেমা আসছে। আর নতুন পর্বটিতে অভিনয় করতে দেখা যাবে ডাব্লিউডাব্লিউই-এর কুস্তিগীর থেকে অভিনেতা বনে যাওয়া জন সিনাকে। টুইটারে হলিউড সিনেমাটিতে অভিনয় করার খবরটি নিজেই দিয়েছেন তিনি।

এতে করে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৯’-এ ভিন ডিজেল ও মিশেল রড্রিগজের মতো অভিনেতাদের বিপরীতে জন সিনাকে দেখা যাবে।

৪২ বছর বয়সী এ অভিনেতা টুইটারে লেখেন, ‘প্রায় ২০ বছর ধরে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজি দর্শক মাতিয়ে আসছে এবং বড় সিনেমা হিসেবে ইতিহাস গড়েছে।

এটা অবিশ্বাস্য সম্মানের যে আমি ফ্র্যাঞ্চাইজিটির পরিবারের একজন সদস্য হতে পেরেছি।

তবে জন সিনার চরিত্রের বিষয় বিস্তারিত কিছু জানা যায়নি। ২০২০ সালের মে মাসে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৯’ মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুন ০৮, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।