ঢাকা, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩২, ২৮ অক্টোবর ২০২৫, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

শুরু হয়েছে ‘শান’র দ্বিতীয় ধাপের শুটিং

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৯, জুন ১২, ২০১৯
শুরু হয়েছে ‘শান’র দ্বিতীয় ধাপের শুটিং 'শান'র শুটিংয়ে সিয়াম আহমেদ

ঈদের আগে রাজধানীর উত্তরায় শুরু হয় এম রাহিম পরিচালিত প্রথম সিনেমা ‘শান’র শুটিং। এতে জুটি বেঁধে অভিনয় করছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন অভিনেতা তাসকিন রহমান।

ঈদের বিরতি শেষে আবারও শুরু হয়েছে সিনেমাটির শুটিং। নারায়ণগঞ্জের জিন্দা পার্ক এলাকায় চলছে ‘শান’র দ্বিতীয় ধাপের শুটিং।

সেখানে টানা কিছুদিন শুটিং শেষ করে পুনরায় ঢাকার এর চিত্রায়ন শুরু হবে।  

গত ২৬ মে ‘শান’র ক্যামেরা ওপেন হয়েছে। ঈদের একদিন আগ পর্যন্ত টানা শুট হয় প্রথম ধাপের। সিনেমাটি পরিচালক এম রাহিম এর আগে ‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।

‘শান’র গল্প লিখেছেন আজাদ খান। এতে আরও অভিনয় করেছেন অরুণা বিশ্বাস, চম্পা, ডনসহ আরও অনেকে। প্রযোজনা করছে কুইক মাল্টিমিডিয়া।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, জুন ১২, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।