পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মিমি চক্রবর্তী, রাইমা সেনসহ আরও অনেক নামজাদা ব্যক্তি উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।
টালিউড অভিনেত্রী ও লোকসভার সদস্য নুসরাত জাহানের জমকালো বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার (০৪ জুলাই) সন্ধ্যায়।
পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার বসিরহাট আসন থেকে লোকসভা নির্বাচনে জয়লাভ করেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। গত মাসে (১৯ জুন) তুরস্কের বোদরুম শহরে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ে করেন কলকাতার ব্যবসায়ী নিখিল জৈনকে।
নুসরাতের সবচেয়ে কাছের বন্ধু মিমি চক্রবর্তী। তিনিও তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হয়ে কলকাতার যাদবপুর আসন থেকে লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন। নুসরাতের বিয়ের যাবতীয় আয়োজনে একান্ত নিত্যসঙ্গী ছিলেন মিমি। ১৯ জুন তুরস্কে বিয়েতেও তিনি সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন। বিয়ে অনুষ্ঠানের কারণে নবনির্বাচিত এই দুই সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন সবার পরে (২৫ জুন)।
বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, জুলাই ৫, ২০১৯
এমকেআর/জেআইএম


