জন্মদিনটি (১৩ জুলাই) শিশুদের সঙ্গে কাটিয়ে বেশ উচ্ছ্বসিত পুতুল। সেই অনুভূতির কথা বাংলানিউজের সঙ্গে শেয়ার করলেন।
পুতুল আরও বলেন, ইচ্ছে ছিল পুরোটা দিন তাদের সঙ্গে কাটানোর। কিন্তু চাঁদপুরের মতলবে একটি শো আছে। যে কারণে সম্ভব হলো না। এখন মতলবের পথে আছি। সন্ধ্যায় গাইবো সেখানের কনসার্টে। জন্মদিনে দর্শক-শ্রোতাদের গান শোনাবো, গানে গানে তাদের সঙ্গে সময় কাটাবো- ভাবতেই ভালো লাগছে।
জন্মদিন উপলক্ষ্যে ‘খেয়ালি মেয়ের গান’ শিরোনামের একটি গান প্রকাশ করবেন বলে জানিয়েছিলেন পুতুল। সঙ্গত কারণে বিশেষ এই দিনে গানটি প্রকাশ করতে পারলেন না। তবে সপ্তাহ খানেক পরে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি ছাড়বেন বলে জানিয়েছেন তিনি।
এদিকে পুতুল বর্তমানে উপন্যাস লেখার কাজে ব্যস্ত রয়েছেন। আগামী অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ পাবে তার এই বই।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯
ওএফবি


