কিন্তু বাংলাদেশের নোবেল-আনিকা, ভারতের সানা খানসহ বেশ কয়েকজন শিল্পী মঞ্চ মাতালেও উপস্থিত ছিলেন না অঙ্কিত তিওয়ারি।
রাত সাড়ে ৮টায় অনুষ্ঠানের মূল আয়োজন শুরু হয়।
আনিকার পরিবেশনা পরে মঞ্চে আসেন ভারতের সানা খান। সানা তার দল নিয়ে গানের তালে নাচের পরিবেশনা দেখিয়ে দর্শকদের মুগ্ধ করেন।
তাদের পরে অপেক্ষার অবসান ঘটিয়ে মঞ্চে উঠেন নোবেল। শুরু করেন আইয়ুব বাচ্চুর গান ‘সেই তুমি’ দিয়ে। এটি তার পছন্দের গান। তাই আনিকা গাওয়ার পরও তিনি গানটি গেয়ে শোনান বাচ্চু ভক্ত-অনুরাগীদের। এই গানের পরে আইয়ুব বাচ্চুর ‘হাসতে দেখো, গাইতে দেখো’ কণ্ঠে তুলেন নোবেল। সুরের মূর্ছনায় তিনি পেতে থাকেন শ্রোতাদের বাহবা। এরপর জেমসের ‘তারার তারায় রটিয়ে দেবো’ গেয়ে গানপ্রেমীদের আনন্দে মাতান তিনি। নোবেলকে মঞ্চে পেয়ে আনন্দ মেতেছেন নবরাত্রী হলের উপস্থিত সঙ্গীতপ্রেমীরা।
এই মিউজিক্যাল কনসার্টের আয়োজক যৌথভাবে এটিএন ইভেন্টস ও সানগ্লো এন্টারটেইনমেন্ট।
বাংলাদেশ সময়: ০৪১২ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
ওএফবি/জেআইএম


